আসছে পিক্সেল ওয়াচ

২৪ এপ্রিল, ২০২২ ০২:২৬  
প্রযুক্তিবিশ্ব ইতিমধ্যেই বহুল প্রতিক্ষিত গুগল পিক্সেল ওয়াচের রেন্ডার ও ফাঁস হওয়া ছবি দেখতে পেরেছে। অবশেষে চলতি বছরেই উন্মোচিত হতে যাচ্ছে স্মার্টওয়াচটি। খবর ফোনএরিনা। ডিভাইসটির ইন্টারনাল কোডনেম রোহান হলেও অফিশিয়াল নাম হবে ‘পিক্সেল ওয়াচ’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে ‘পিক্সেল ওয়াচ’ নামের ট্রেডমার্কের জন্য আবেদন করেছে প্রযুক্তি জায়ান্টটি। ট্রেডমার্ক নথিতে গুগল জানিয়েছে, স্মার্টওয়াচ, স্মার্টওয়াচের জন্য কেইস, স্মার্টওয়াচ সাদৃশ পরিধানযোগ্য কম্পিউটার, স্মার্টওয়াচ স্ট্রাপ এবং স্মার্টওয়াচ ব্যান্ডের ক্যাটাগরিতে ব্যবহারের জন্য পিক্সেল ওয়াচ ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে নূণ্যতম শর্ত পূরণ হওয়ায় ট্রেডমার্কটি নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক গৃহীত হয়েছে। যদিও এটি পরীক্ষা নিরীক্ষার জন্য দায়িত্ব প্রদান বাকি রয়েছে। গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। ফলে এতে অ্যাপল ওয়াচের থেকেও উন্নত টেকনোলজি থাকবে। ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সঙ্গে আসতে চলেছে। সঙ্গে হাই-এন্ড ইসিজি মনিটরিং ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে। এটি বেসিক সেন্সরের সঙ্গে নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে। অনুমান করা হচ্ছে, এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও হবে বেশ উন্নত। ডিবিটেক/বিএমটি